weather ২০.৯৯ o সে. আদ্রতা ৭৮% , বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫, ১৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

শচীনপুত্র অর্জুনের বাগদান সম্পন্ন, পাত্রী কে?

প্রকাশ : ১৪-০৮-২০২৫ ১১:৫৯

ছবি : সংগৃহীত

রাঙামাটি প্রতিনিধি
ভারতীয় ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকরের ছেলে অর্জুন টেন্ডুলকর জীবনের এক নতুন অধ্যায় শুরু করলেন। মুম্বাইয়ের পরিচিত ব্যবসায়ী রবি ঘাইয়ের নাতনি সানিয়া চন্দোকের সঙ্গে বুধবার এক ঘরোয়া অনুষ্ঠানে সম্পন্ন হয়েছে তাদের বাগদান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই পরিবারের ঘনিষ্ঠ আত্মীয় এবং কয়েকজন বন্ধু।

ভারতে খাদ্য প্রক্রিয়াকরণ ও হোটেল শিল্পে সুপরিচিত ঘাই পরিবার ইন্টারকন্টিনেন্টাল হোটেল ও ব্রুকলিন ক্রিমারি আইসক্রিম ব্র্যান্ডের মালিক। সেই প্রভাবশালী পরিবারের জামাই হিসেবে এবার নাম লেখালেন শচীন-পুত্র অর্জুন।

২৫ বছর বয়সী অর্জুন একজন পেশাদার ক্রিকেটার। বাঁহাতি পেসার হলেও ব্যাট হাতেও প্রতিভার প্রমাণ রেখেছেন তিনি। আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলা এই ক্রিকেটার ঘরোয়া ক্রিকেটে প্রতিনিধিত্ব করেন গোয়ার হয়ে। তার প্রথম শ্রেণির ক্রিকেটে ম্যাচ সংখ্যা ১৭টি এবং লিস্ট ‘এ’ ম্যাচে খেলেছেন ১৮টি।

অন্যদিকে, সানিয়া চন্দোক নিজেও একজন সফল ব্যবসায়ী। তার একাধিক নিজস্ব সংস্থা রয়েছে এবং পারিবারিক ব্যবসার দায়িত্বেও তিনি যুক্ত। ব্যক্তিগত জীবনে তিনি আড়ম্বর পছন্দ করেন না এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও খুব একটা সক্রিয় নন।

জানা গেছে, বেশ কিছুদিন ধরেই অর্জুন ও সানিয়ার মধ্যে সম্পর্ক ছিল এবং দুই পরিবারের সম্মতিতেই তারা বাগদানের সিদ্ধান্ত নেন।

উল্লেখ্য, শচীন টেন্ডুলকরের মেয়ে সারাকে নিয়েও মাঝে মাঝে নানা গুঞ্জন শোনা যায়। এক সময় তার সঙ্গে ক্রিকেটার শুবমান গিলের সম্পর্ক রয়েছে বলে শোনা গেলেও, কোনো পক্ষই বিষয়টি নিশ্চিত করেনি। অন্যদিকে অর্জুনকে নিয়ে এমন কোনো গুঞ্জন আগে শোনা যায়নি।

তবু চমক এল অর্জুনের দিক থেকেই , আনুষ্ঠানিকভাবে জীবনের নতুন ইনিংস শুরু করলেন তিনি।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

সাগরতলে সবচেয়ে দীর্ঘ ও গভীর সড়ক বানাচ্ছে নরওয়ে সাগরতলে সবচেয়ে দীর্ঘ ও গভীর সড়ক বানাচ্ছে নরওয়ে বায়ুদূষণে আজ শীর্ষে ঢাকা, বাতাস ‘ঝুঁকিপূর্ণ’ বায়ুদূষণে আজ শীর্ষে ঢাকা, বাতাস ‘ঝুঁকিপূর্ণ’ রাজধানীতে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল নরসিংদী রাজধানীতে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল নরসিংদী নিউইয়র্কের ৮ অভিবাসন বিচারককে বরখাস্ত করলেন ট্রাম্প নিউইয়র্কের ৮ অভিবাসন বিচারককে বরখাস্ত করলেন ট্রাম্প খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্যের বিশেষজ্ঞ দল এভারকেয়ারে খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্যের বিশেষজ্ঞ দল এভারকেয়ারে