weather ২৫.৯ o সে. আদ্রতা ৮২% , মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫, ২১ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

শেবাগ-আরতির সংসার ভাঙছে?

প্রকাশ : ২৪-০১-২০২৫ ১০:৪১

ছবি : সংগৃহীত

ক্রীড়া ডেস্ক
ভারতের সাবেক ক্রিকেটার বীরেন্দর শেবাগের সংসার ভাঙছে বলে গুঞ্জন চলছে। আরতি আহলাওয়াতের সঙ্গে সাবেক এ ওপেনারের ২১ বছরের দাম্পত্য জীবন। 

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, এই দম্পতি এখন বিচ্ছেদের পথে।

ইনস্টাগ্রামে একজন আরেকজনকে আনফলো করার পর থেকেই এই গুঞ্জন চাউর হয়েছে। তাদের পরিবারের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, কয়েক মাস ধরেই শেবাগ ও আরতি আলাদা বসবাস করছেন। ২০০৪ সালে আরতিকে বিয়ে করেন ভারতের কিংবদন্তি এই ব্যাটসম্যান।

শেবাগ ও আরতির ঘরে দুই সন্তান— ২০০৭ সালে আর্যবীরের জন্ম, বেদান্তের জন্ম ২০১০ সালে। সর্বশেষ দীপাবলিতে সামাজিক যোগাযোগমাধ্যমে শেবাগ তার মা ও ছেলেদের ছবি পোস্ট করলেও স্ত্রীর কোনো ছবি পোস্ট করেননি। ভক্তরা তখনই কিছু একটা হয়েছে বলে ধারণা করেন। এ নিয়ে কোনো পক্ষই মুখ না খোলায় ব্যাপারটি নিয়ে গুঞ্জন শুধুই বেড়েছে।

দুই সপ্তাহ আগে বিশ্ব নাগাকেশি মন্দিরে গিয়েছিলেন শেবাগ। ইনস্টাগ্রামে সেখানকার ছবি পোস্ট করলেও আরতির কোনো ছবি কিংবা তার বিষয়ে কিছুই উল্লেখ করেননি। শেবাগ অবশ্য বিবাহ বিচ্ছেদের গুঞ্জন নিয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেননি। এই দম্পতি ব্যক্তিগত গোপনীয়তা বজায় রেখে চলায় শেবাগের ভক্তদের মাঝে গুঞ্জন আরো বেড়েছে।

আরতি দিল্লির মেয়ে। কম্পিউটার সায়েন্সে ডিপ্লোমা করেছেন। পরে নেমেছেন ব্যবসায়, চারটি প্রতিষ্ঠানের পরিচালক তিনি। তার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন শেবাগ। এরপর ২০০৪ সালে ভারতের সাবেক অর্থমন্ত্রী অরুণ জেটলির বাসায় ধুমধাম করে দুজনের বিয়ে হয়। এতদিন তাদের দাম্পত্যজীবন নিয়ে কোনো বিতর্ক শোনা না গেলেও সম্প্রতি হিন্দুস্তান টাইমসকে সূত্র জানিয়েছে, দুজনের সম্পর্ক আর আগের মতো নেই। 

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

চিকিৎসায় নোবেল পেলেন ৩ বিজ্ঞানী চিকিৎসায় নোবেল পেলেন ৩ বিজ্ঞানী গ্রেটা  থুনবার্গসহ ১৬৫ জন অভিযাত্রীকে গ্রিসে পাঠাচ্ছে ইসরায়েল গ্রেটা থুনবার্গসহ ১৬৫ জন অভিযাত্রীকে গ্রিসে পাঠাচ্ছে ইসরায়েল দায়িত্বে থাকা সরকারি চাকরিজীবীদের ভোটের ব্যবস্থা করা হচ্ছে: সিইসি দায়িত্বে থাকা সরকারি চাকরিজীবীদের ভোটের ব্যবস্থা করা হচ্ছে: সিইসি গাজা যুদ্ধ অবসানের প্রচেষ্টায় সম্পৃক্ত সবাইকে দ্রুত এগোতে বললেন ডোনাল্ড ট্রাম্প গাজা যুদ্ধ অবসানের প্রচেষ্টায় সম্পৃক্ত সবাইকে দ্রুত এগোতে বললেন ডোনাল্ড ট্রাম্প ভারতের জয়পুরে হাসপাতালে আগুন, ৮ রোগীর মৃত্যু ভারতের জয়পুরে হাসপাতালে আগুন, ৮ রোগীর মৃত্যু