weather ২৭.৯৯ o সে. আদ্রতা ৮৩% , মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫, ২১ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

শেরপুরে গরুচোর সন্দেহে গণপিটুনিতে নিহত ২

প্রকাশ : ০৪-০২-২০২৫ ১১:৩২

ছবি : সংগৃহীত

শেরপুর প্রতিনিধি
শেরপুরের নকলা উপজেলায় গরুচোর সন্দেহে দুই ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। রবিবার (২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে নকলা পৌরসভার দক্ষিণ নকলা এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় আরো চারজন আহত হয়েছেন।

নিহত দুজন ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের গোমড়া এলাকার মুসলিম উদ্দিন (৪৫) ও আমির হোসেন (৩০)। আর আহত চারজন হলেন একই এলাকার আজিজুর রহমান (১৯), রাজু মিয়া (২৫), আয়নাল হক (৩৪) ও একই উপজেলার সন্ধ্যাকুড়া এলাকার মো. সাদ্দাম (৩০)। 

তাদের গুরুতর আহতাবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার রাত ১১টার দিকে পৌরসভার দক্ষিণ নকলা এলাকার শেরপুর-ঢাকা মহাসড়কের পাশে ছয় ব্যক্তি দাঁড়িয়ে ছিলেন। 

এ সময় তাদের দাঁড়িয়ে থাকতে দেখে গরুচোর বলে চিৎকার শুরু করেন স্থানীয় লোকজন। পরে এলাকার শতাধিক লোক জড়ো হয়ে গরুচোর সন্দেহে তাদের পিটুনি দেন। এতে ওই ছয় ব্যক্তি গুরুতর আহত হন। 

সংবাদ পেয়ে নকলা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিদের উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মুসলিম উদ্দিন মারা যান। আমির হোসেন মারা যান ময়মনসিংহ মেডি্যিাল কলেজ হাসপাতালে।

রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম। নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান সোমবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পিটুনিতে দুজনের নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। 

পুলিশ নিহত দুই ব্যক্তির লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

চিকিৎসায় নোবেল পেলেন ৩ বিজ্ঞানী চিকিৎসায় নোবেল পেলেন ৩ বিজ্ঞানী গ্রেটা  থুনবার্গসহ ১৬৫ জন অভিযাত্রীকে গ্রিসে পাঠাচ্ছে ইসরায়েল গ্রেটা থুনবার্গসহ ১৬৫ জন অভিযাত্রীকে গ্রিসে পাঠাচ্ছে ইসরায়েল দায়িত্বে থাকা সরকারি চাকরিজীবীদের ভোটের ব্যবস্থা করা হচ্ছে: সিইসি দায়িত্বে থাকা সরকারি চাকরিজীবীদের ভোটের ব্যবস্থা করা হচ্ছে: সিইসি গাজা যুদ্ধ অবসানের প্রচেষ্টায় সম্পৃক্ত সবাইকে দ্রুত এগোতে বললেন ডোনাল্ড ট্রাম্প গাজা যুদ্ধ অবসানের প্রচেষ্টায় সম্পৃক্ত সবাইকে দ্রুত এগোতে বললেন ডোনাল্ড ট্রাম্প ভারতের জয়পুরে হাসপাতালে আগুন, ৮ রোগীর মৃত্যু ভারতের জয়পুরে হাসপাতালে আগুন, ৮ রোগীর মৃত্যু