weather ২৭.৯৯ o সে. আদ্রতা ৮৩% , সোমবার, ৭ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

সাঁথিয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

প্রকাশ : ০৪-০৭-২০২৫ ১১:৪৩

ছবি : সংগৃহীত

পাবনা প্রতিনিধি
পাবনার সাঁথিয়া উপজেলার বনগ্রামে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন। 

শুক্রবার (৪ জুলাই) ভোর ৬টার দিকে ঢাকা-পাবনা মহাসড়কের সাঁথিয়া উপজেলার বনগ্রাম পূর্বপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ থেকে ছেড়ে আসা পাবনাগামী ‘পাবনা এক্সপ্রেস’ নামের একটি বাস ভোর সাড়ে পাঁচটার দিকে সাঁথিয়ার বনগ্রাম পূর্বপাড়ায় এসে পৌঁছায়। এ সময় পাবনা থেকে ছেড়ে আসা একটি মালবাহী ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই বাসের তিনজন যাত্রী নিহত হন।

নিহতরা হলেন- আবেদ আলী (৩৮), মনসুর আলী (৪০) ও অজ্ঞাত এক পুরুষ। এ ছাড়া বাসের ১০ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার পরপরই ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজে অংশ নেয়। দুর্ঘটনার কারণে কিছু সময়ের জন্য মহাসড়কের ওই অংশে যান চলাচল বন্ধ ছিল।

মাধপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান বলেন, দুর্ঘটনার পর আমরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজে অংশ নিই। আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠাই। এ ছাড়া উদ্ধার করা মরদেহগুলো আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রাথমিকভাবে এ দুর্ঘটনার জন্য বাসের চালক বেশি দায়ী মনে হচ্ছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।   

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

কাকরাইলে জলকামান ও সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ চাকরিচ্যুত বিডিআর সদস্যরা কাকরাইলে জলকামান ও সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ চাকরিচ্যুত বিডিআর সদস্যরা এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ১০ জুলাই এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ১০ জুলাই সরাইলে নিখোঁজের একদিন পর মসজিদে মিলল শিশুর রক্তাক্ত লাশ সরাইলে নিখোঁজের একদিন পর মসজিদে মিলল শিশুর রক্তাক্ত লাশ টেক্সাসে বন্যায় নিহত বেড়ে ৮২, নিখোঁজ ৪২ টেক্সাসে বন্যায় নিহত বেড়ে ৮২, নিখোঁজ ৪২ মাঝরাতে হাতিরঝিলে নারী ফুটবল দলকে বাফুফের সংবর্ধনা মাঝরাতে হাতিরঝিলে নারী ফুটবল দলকে বাফুফের সংবর্ধনা