weather ২৭.৯৯ o সে. আদ্রতা ৮৩% , মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫, ২১ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সড়কের পাশে ধানক্ষেতে বিএনপি নেতার মরদেহ

প্রকাশ : ০২-০২-২০২৫ ১২:৩০

ছবি : সংগৃহীত

যশোর প্রতিনিধি
যশোরের মণিরামপুরে সড়কের পাশের ধানক্ষেত থেকে আব্দুর রশিদ গাইন (৫২) নামে বিএনপির এক নেতার মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১ ফেব্রুয়ারি) বিকালে মরদেহটি ময়নাতদন্তে পাঠায় মণিরামপুর থানা পুলিশ।

এর আগে সকাল থেকে হাকিমপুর এলাকার একটি ধানক্ষেতে মরদেহ পড়ে ছিল। দুপুরে পরিবারের সদস্যরা এসে শনাক্ত করে বাড়ি নেওয়ার পথে পুলিশ মরদেহ হেফাজতে নেয়।

আব্দুর রশিদ কেশবপুর উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়নের ঘোপসানা গ্রামের জোহর আলী গাইনের ছেলে ও ইউনিয়ন বিএনপির সহ-প্রচার সম্পাদক।

ইউনিয়ন বিএনপির সভাপতি আকরাম হোসেন এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ধানক্ষেতে আব্দুর রশিদের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা আমাদের ফোন করেন।

আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহের পাশে তার ব্যবহৃত মোটরসাইকেল পড়ে থাকতে দেখেছি। তিনি হত্যার শিকার হয়েছেন নাকি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন এটি নিশ্চিত হওয়া যায়নি।

মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ গাজী জানান, কেশবপুর-পুলেরহাট ভায়া রাজগঞ্জ সড়ক সংস্কারের কাজ চলছে। রাজগঞ্জ এলাকায় একটি মাঠে ঠিকাদারের নির্মাণ সামগ্রী রাখা আছে। আব্দুর রশিদ সেখানে নৈশপ্রহরীর কাজ করতেন।

শনিবার সকালে ঘন কুয়াশার মধ্যে মোটরসাইকেলে কেশবপুরের বাড়িতে ফিরছিলেন আব্দুর রশিদ। হাকিমপুর বাবুর মোড়ে রাস্তার বাঁক ঘুরতে গিয়ে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের নিচে পড়ে মারা যান। ধারণা করা হচ্ছে স্ট্রোকে তার মৃত্যু হয়েছে।

তিনি আরো জানান, খবর পেয়ে স্বজনরা মরদেহ বাড়ি নিয়ে যেতে চাইলে তাদের বুঝিয়ে মরদেহ নিয়ে আসি। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। 

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

চিকিৎসায় নোবেল পেলেন ৩ বিজ্ঞানী চিকিৎসায় নোবেল পেলেন ৩ বিজ্ঞানী গ্রেটা  থুনবার্গসহ ১৬৫ জন অভিযাত্রীকে গ্রিসে পাঠাচ্ছে ইসরায়েল গ্রেটা থুনবার্গসহ ১৬৫ জন অভিযাত্রীকে গ্রিসে পাঠাচ্ছে ইসরায়েল দায়িত্বে থাকা সরকারি চাকরিজীবীদের ভোটের ব্যবস্থা করা হচ্ছে: সিইসি দায়িত্বে থাকা সরকারি চাকরিজীবীদের ভোটের ব্যবস্থা করা হচ্ছে: সিইসি গাজা যুদ্ধ অবসানের প্রচেষ্টায় সম্পৃক্ত সবাইকে দ্রুত এগোতে বললেন ডোনাল্ড ট্রাম্প গাজা যুদ্ধ অবসানের প্রচেষ্টায় সম্পৃক্ত সবাইকে দ্রুত এগোতে বললেন ডোনাল্ড ট্রাম্প ভারতের জয়পুরে হাসপাতালে আগুন, ৮ রোগীর মৃত্যু ভারতের জয়পুরে হাসপাতালে আগুন, ৮ রোগীর মৃত্যু