weather ৩২.৯৯ o সে. আদ্রতা ৬৬% , মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫, ২৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

হাত দিয়ে গোল করে লালকার্ড দেখলেন নেইমার

প্রকাশ : ০২-০৬-২০২৫ ১২:৩৩

ছবি : সংগৃহীত

ক্রীড়া ডেস্ক
ব্রাজিলিয়ান লিগে রবিবার (১ জুন) বোতাফোগোর বিপক্ষে ম্যাচে আবারো আলোচনায় নেইমার। ইনজুরি নয়, এবার বিতর্কের কেন্দ্রে তিনি ‘হাত দিয়ে গোল’ করে। সেই গোলের পর দ্বিতীয় হলুদ কার্ড দেখায় লাল কার্ড পেয়ে মাঠ ছাড়েন সান্তোসের এ ফরোয়ার্ড।

শুরু থেকেই মাঠে ছিলেন নেইমার। তবে খুব একটা ছন্দে ছিলেন না তিনি। ম্যাচের প্রথমার্ধেই একটি ফাউলের জন্য প্রথম হলুদ কার্ড পান। গোলশূন্য প্রথমার্ধ শেষে দ্বিতীয়ার্ধে ম্যাচে উত্তেজনা বাড়ে।

৭৬তম মিনিটে গোল করেন নেইমার। প্রথমে রেফারি গোল মেনে নিলেও প্রতিপক্ষ খেলোয়াড়দের অভিযোগে সিদ্ধান্ত পাল্টান। বোতাফোগোর খেলোয়াড়রা দাবি করেন, নেইমার বলটি হাত দিয়ে জালে পাঠিয়েছেন। পরে রিপ্লে দেখেও তা নিশ্চিত হওয়া যায়। ফলে নেইমারকে দেখানো হয় দ্বিতীয় হলুদ কার্ড; যা লাল কার্ডে পরিণত হয়। মাঠ ছাড়তে বাধ্য হন সান্তোস তারকা।

১০ জনের দলে পরিণত হওয়া সান্তোস এরপর চাপে পড়ে যায়। ৮৬তম মিনিটে গোল করে এগিয়ে যায় বোতাফোগো, আর সেই ব্যবধানেই ম্যাচ শেষ হয় ১-০ তে।

এই হারের ফলে পয়েন্ট তালিকায় আরো পিছিয়ে পড়ে সান্তোস। ১১ ম্যাচে মাত্র ৮ পয়েন্ট নিয়ে ১৮তম স্থানে রয়েছে তারা, অর্থাৎ রেলিগেশন জোনে। অন্যদিকে বোতাফোগো ১০ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে আছে অষ্টম স্থানে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

সারজিসের বিরুদ্ধে মানহানি মামলার আবেদন বিএনপি নেতার সারজিসের বিরুদ্ধে মানহানি মামলার আবেদন বিএনপি নেতার সাদাপাথরে লুটের ঘটনায় বিএনপি নেতার পদ স্থগিত সাদাপাথরে লুটের ঘটনায় বিএনপি নেতার পদ স্থগিত সাগর-রুনি হত্যা মামলা: তদন্ত কর্মকর্তাকে হাজির হয়ে অগ্রগতি দাখিলের নির্দেশ সাগর-রুনি হত্যা মামলা: তদন্ত কর্মকর্তাকে হাজির হয়ে অগ্রগতি দাখিলের নির্দেশ নতুন ১০০ টাকার নোট বাজারে আসছে আজ নতুন ১০০ টাকার নোট বাজারে আসছে আজ চাঁদা দাবি করা চট্টগ্রামের এনসিপির নেতা নিজাম বহিষ্কার চাঁদা দাবি করা চট্টগ্রামের এনসিপির নেতা নিজাম বহিষ্কার