weather ২০.৯৯ o সে. আদ্রতা ৭৮% , বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫, ১৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

হ্যারি কেইন গড়লেন শত গোলের মাইলফলক

প্রকাশ : ২৭-০৯-২০২৫ ১২:০২

ছবি : সংগৃহীত

রাঙামাটি প্রতিনিধি
বুন্দেসলিগায় দুর্দান্ত ফর্মে থাকা হ্যারি কেইন ঝলক দেখালেন। জোড়া গোল করে জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখকে ৪-০ ব্যবধানে ভের্ডার ব্রেমেনের বিপক্ষে বড় জয় এনে দেন ইংল্যান্ড অধিনায়ক। এর মাধ্যমে বায়ার্নের জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে শততম গোলের মাইলফলক ছুঁয়েছেন তিনি।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাতে অ্যালিয়াঞ্জ অ্যারেনায় শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে বায়ার্ন।

ম্যাচের ২২তম মিনিটে জোনাথন তাহর ব্যাকহিল শট প্রতিপক্ষের গায়ে লেগে জালে জড়ালে এগিয়ে যায় স্বাগতিকরা। বিরতির ঠিক আগে ৪৪তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এটি ছিল বুন্দেসলিগায় তার টানা ১৮তম সফল স্পটকিক।

দ্বিতীয়ার্ধে ৬৫তম মিনিটে লুইস দিয়াজের শট ডিফ্লেক্ট হয়ে আসা বল ঠাণ্ডা মাথায় জালে পাঠিয়ে ব্যক্তিগত দ্বিতীয় গোল করেন তিনি।

আর ম্যাচের শেষদিকে, ৮৭তম মিনিটে কোনরাড লাইমার এক দুর্দান্ত ওয়ান-টু পাসে করেন দলের চতুর্থ গোল।

এই জয়ে ৫ ম্যাচে পূর্ণ ১৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে অবস্থান করছে বায়ার্ন মিউনিখ। এক ম্যাচ কম খেলে দ্বিতীয় স্থানে থাকা বরুশিয়া ডর্টমুন্ডের সংগ্রহ ১০ পয়েন্ট। মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগে সাইপ্রাসের পাফোসের বিপক্ষে মাঠে নামবে বাভারিয়ানরা।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

সাগরতলে সবচেয়ে দীর্ঘ ও গভীর সড়ক বানাচ্ছে নরওয়ে সাগরতলে সবচেয়ে দীর্ঘ ও গভীর সড়ক বানাচ্ছে নরওয়ে বায়ুদূষণে আজ শীর্ষে ঢাকা, বাতাস ‘ঝুঁকিপূর্ণ’ বায়ুদূষণে আজ শীর্ষে ঢাকা, বাতাস ‘ঝুঁকিপূর্ণ’ রাজধানীতে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল নরসিংদী রাজধানীতে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল নরসিংদী নিউইয়র্কের ৮ অভিবাসন বিচারককে বরখাস্ত করলেন ট্রাম্প নিউইয়র্কের ৮ অভিবাসন বিচারককে বরখাস্ত করলেন ট্রাম্প খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্যের বিশেষজ্ঞ দল এভারকেয়ারে খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্যের বিশেষজ্ঞ দল এভারকেয়ারে