weather ৩১.৯৯ o সে. আদ্রতা ৬৬% , বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

আরো নতুন তিন লিগে নাম লেখালেন সাকিব

প্রকাশ : ১৬-১০-২০২৫ ১১:১৬

ছবি : সংগৃহীত

ক্রীড়া ডেস্ক
ক্রিকেটার সাকিব আল হাসানের ব্যস্ততা বাড়ছে। কয়েক দিন আগে বাংলাদেশি এই অলরাউন্ডার খেলেছেন কানাডা সুপার সিক্সটি টুর্নামেন্টে। সেটি শেষ করতে না করতেই তিনি নাম লেখালেন আরও তিনটি লিগে।

আবুধাবি টি-টেন লিগে সাকিব খেলবেন টুর্নামেন্টের নতুন দল রয়্যাল চ্যাম্পসে। ইনস্টাগ্রাম পোস্টে এই খবর নিশ্চিত করেছে রয়্যাল চ্যাম্পস। দলটির পোস্টে লেখা হয়েছে, ‘গ্লোবাল লিজেন্ড অ্যালার্ট! সাকিব আল হাসান এখন রয়্যাল চ্যাম্পস পরিবারে যোগ দিয়েছেন। একজন সত্যিকারের অলরাউন্ডার, ম্যাচ উইনার, এখন তিনি টি–টেন লিগের সদস্য।’

সাকিব ছাড়া এই দলে খেলবেন ইংলিশ ক্রিকেটার জেসন রয়, শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথুসের মতো ক্রিকেটার। দলটির প্রধান কোচের দায়িত্ব পালন করবেন বাংলাদেশের সাবেক বোলিং কোচ ক্যারিবীয় কিংবদন্তি কোর্টনি ওয়ালশ। টি-টেন ক্রিকেটের দুনিয়ায় আবুধাবি টি-টেন লিগটি বেশ পরিচিত। ২০১৭ সাল থেকেই এটি হয়ে আসছে। এবারের টুর্নামেন্ট শুরু হবে ১৮ নভেম্বর।

সাকিব খেলবেন যুক্তরাষ্ট্রের গ্লোবাল লিগ ও ইন্ডিয়ান হ্যাভেন লিগেও। এই দুটি টুর্নামেন্ট হয় টি-টোয়েন্টি সংস্করণে। গ্লোবাল লিগে সাকিব খেলবেন হিউস্টন রাইডার্সের হয়ে। এই লিগে নাম লিখিয়েছেন শ্রীলঙ্কার থিসারা পেরেরা, পাকিস্তানদের ইমাদ ওয়াসিম, মোহাম্মদ আমির, নিউজিল্যান্ডের মার্টিন গাপটিলের মতো খেলোয়াড়।

ইন্ডিয়ান হ্যাভেন লিগে সাকিব কোন দলে খেলবেন, সেটা জানা যায়নি। এক ভিডিও বার্তায় সাকিব এই টুর্নামেন্টে খেলার বিষয়টি নিশ্চিত করেছেন। কাশ্মীরের শ্রীনগরের বকশি স্টেডিয়ামে টুর্নামেন্টটি শুরু হবে ২৫ অক্টোবর, শেষ ৮ নভেম্বর।

এবারই প্রথমবার হতে যাচ্ছে ইন্ডিয়ান হ্যাভেন লিগ। আয়োজকেরা জানিয়েছেন, এই টুর্নামেন্টের লক্ষ্য শুধু বিশ্বমানের ক্রিকেট আয়োজন নয়, বরং কাশ্মীরের সৌন্দর্য, সংস্কৃতি ও আতিথেয়তাকে বিশ্বমঞ্চে তুলে ধরা।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

নাইজেরিয়ায় জ্বালানি ট্যাঙ্কারে বিস্ফোরণ, নিহত ৩৮ নাইজেরিয়ায় জ্বালানি ট্যাঙ্কারে বিস্ফোরণ, নিহত ৩৮ ট্রাম্প-পুতিন বৈঠক স্থগিত, ইউক্রেন যুদ্ধ বন্ধে নতুন করে অচলাবস্থা ট্রাম্প-পুতিন বৈঠক স্থগিত, ইউক্রেন যুদ্ধ বন্ধে নতুন করে অচলাবস্থা ১৫ সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের ১৫ সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন সানায়ে তাকাইচি জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন সানায়ে তাকাইচি জোবায়েদকে হত্যার পরিকল্পনা করেন বর্ষা-মাহীর, জানালো পুলিশ জোবায়েদকে হত্যার পরিকল্পনা করেন বর্ষা-মাহীর, জানালো পুলিশ