weather ২৬.৯৯ o সে. আদ্রতা ৮৩% , বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

মেসির হ্যাটট্রিক, প্লে-অফে ইন্টার মায়ামি

প্রকাশ : ১৯-১০-২০২৫ ১০:৪৫

ছবি : সংগৃহীত

ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপজয়ী লিওনেল মেসির হ্যাটট্রিকে ন্যাশভিল এসসিকে ৫-২ গোলে উড়িয়ে এমএলএসের ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট টেবিলে তৃতীয় হয়ে প্লে-অফে উঠেছে ইন্টার মায়ামি। এক বছর পর ক্লাবটির জার্সিতে হ্যাটট্রিকের দেখা পান ফুটবলের এই মহাজাদুকর। সবশেষ ২০২৪-এর ১৯ অক্টোবর হ্যাটট্রিক করেছিলেন তিনি।

রবিবার (১৯ অক্টোবর) বাংলাদেশ সময় ভোরে মাঠে নামেন মেসিরা। প্রথম গোলের জন্য মায়ামিকে অপেক্ষা করতে হয় ৩৪ মিনিট পর্যন্ত। প্রতিপক্ষের দুজনকে ফাঁকি দিয়ে বক্সের মাথা থেকে বাঁ পায়ের মাটি কামড়ানো শটে দলকে এগিয়ে নেন মেসি। তবে সেই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা। ম্যাচের ৪৩ মিনিটে ন্যাশভিলের পক্ষে গোলটি শোধ করেন সারিজ। বিরতিতে যাওয়ার আগে শ্যাফেলবার্গ গোল করলে লিডও পেয়ে যায় তারা।

দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে মায়ামি। ম্যাচের ৬২ মিনিটে পেনাল্টি থেকে স্পট কিকে মেসি স্কোরবোর্ড ২-২ করেন। এর পাঁচ মিনিট পর আবারো গোলের দেখা পায় মায়ামি। এবার স্কোরশিটে নাম লেখান রদ্রিগেজ। মায়ামির হয়ে মেসি হ্যাটট্রিক পূর্ণ করেন ম্যাচের ৮১ মিনিটে। ম্যাচের একেবারে আরও এক গোলের দেখা পায় ক্লাবটি। ৯০ মিনিট শেষে যোগ করা সময়ের শুরুতে এবার তেলাস্কো সেগোভিয়া গোল করলে ৫-২ ব্যবধানে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে মায়ামি।

এমএলএসের এবারের মৌসুমে সবমিলিয়ে ৪৮ গোলে (২৯ গোল ও ১৯ অ্যাসিস্ট) অবদান রাখলেন মেসি, যা লিগটির এক মৌসুমে দ্বিতীয় সর্বোচ্চ। এদিকে, ৩৪ ম্যাচে ১৯ জয়, ৮ ড্র ও ৭ হারের পর ৬৫ পয়েন্ট নিয়ে এমএলএসের ইস্টার্ন কনফারেন্সের টেবিলে তিনে অবস্থান মায়ামির।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন সানায়ে তাকাইচি জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন সানায়ে তাকাইচি জোবায়েদকে হত্যার পরিকল্পনা করেন বর্ষা-মাহীর, জানালো পুলিশ জোবায়েদকে হত্যার পরিকল্পনা করেন বর্ষা-মাহীর, জানালো পুলিশ ময়মনসিংহে দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, চালক ও সহকারী নিহত ময়মনসিংহে দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, চালক ও সহকারী নিহত তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে আপিল শুনানি শুরু তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে আপিল শুনানি শুরু ইসরায়েলি আটককেন্দ্র থেকে ফেরত ১৩৫ ফিলিস্তিনির বিকৃত মরদেহ ইসরায়েলি আটককেন্দ্র থেকে ফেরত ১৩৫ ফিলিস্তিনির বিকৃত মরদেহ