সংঘাতে তিন ক্রিকেটারের মৃত্যু : পাকিস্তানে খেলবে না আফগানিস্তান
প্রকাশ : ১৮-১০-২০২৫ ১০:৫৩

ছবি : সংগৃহীত
ক্রীড়া ডেস্ক
পাকিস্তানের সঙ্গে আফগানিস্তানের রাজনৈতিক বৈরিতার আঁচ লাগল ক্রিকেটে। উর্গুন জেলায় সীমান্ত সংঘাতে তিন ক্রিকেটারের মৃত্যুর জের ধরে পাকিস্তানে ত্রিদেশীয় সিরিজ থেকে নাম প্রত্যাহার করে নিল আফগানিস্তান।
পাকিস্তান ও আফগানিস্তানের সঙ্গে শ্রীলঙ্কাকে নিয়ে এই ত্রিদেশীয় টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা গত মাসে দিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। আগামী ১৭ থেকে ২৯ নভেম্বর ম্যাচগুলি হওয়ার কথা ছিল রাওয়ালপিন্ডি ও লাহোরে। টুর্নামেন্টটি আয়োজনের পেছনে মূল ভাবনা ছিল আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি।
কিন্তু আফগানিস্তান ক্রিকেট বোর্ড শুক্রবার (১৭ অক্টোবর) সামাজিক মাধ্যমে জানায়, উর্গুনে সম্প্রতি পাকিস্তানের হামলায় বেশ কজন বেসামরিক ব্যক্তি প্রাণ হারায়, তাদের মধ্যে ছিলেন তিনজন স্থানীয় ক্রিকেটার, যারা পাক্তিকা প্রদেশের রাজধানী শারানায় একটি প্রীতি ম্যাচ খেলে বাড়ি ফিরছিল।
আফগানিস্তানের ক্রিকেট পরিবার, সব ক্রীড়াবিদ তথা দেশের সমগ্র ক্রীড়া সমাজের জন্য এটিকে বড় আঘাত ও বিশাল ক্ষতি হিসেবে অবিহিত করছে আফগান ক্রিকেট বোর্ড। প্রাণ হারানো তিন ক্রিকেটারের ছবি পোস্ট করে জানানো হয়, পাক্তিতায় শহীদ হওয়া ক্রিকেটারদের সঙ্গে একাত্মতা পোষণ করছে আফগান ক্রিকেট বোর্ড।
‘পাকিস্তানি শাসকদের কাপুরোষিত এই হামলায়’ গভীর শোক ও তীব্র ক্ষোভ প্রকাশ করে আফগান বোর্ড।
এটি ‘মর্মান্তিক ঘটনা’ হিসেবে উল্লিখিত করে এবং ‘প্রাণ হারানো মানুষদের প্রতি সম্মান জানানোর নিদর্শন’ হিসেবে পাকিস্তানে সামনের এই ত্রিদেশীয় সিরিজ থেকে নাম প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তান।
সীমান্তের নানা জায়গায় সংঘর্ষ ও প্রাণহানি নিয়ে বেশ কিছুদিন ধরেই এই দুই দেশের মধ্য প্রবল উত্তেজনা বিরাজ করছে। দুই দেশের কূটনৈতিক সম্পর্ক ক্রমেই ধসে পড়ছে।
গত মাসে এশিয়া কাপের আগেও একটি ত্রিদেশীয় সিরিজে খেলেছে পাকিস্তান ও আফগানিস্তান। তবে সিরিজটি হয়েছিল শারজাহতে, যেখানে আরেক দল ছিল স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত। পাকিস্তানের মাঠে আফগানদের ত্রিদেশীয় সিরিজ হওয়ার কথা ছিল এবারই প্রথম। প্রাথমিক পর্বে দুইবার দেখা হওয়ার কথা ছিল এই দুই দলের, ১৭ নভেম্বর আসরের উদ্বোধনী ম্যাচে ও পরে ২৩ নভেম্বর।
আফগানিস্তান সরে যাওয়ায় এখন টুর্নামেন্টের ভবিষ্যৎ অনিশ্চয়তায় পড়ে গেল। পাকিস্তান ক্রিকেট বোর্ড এখনো এটা নিয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি।
২০২৩ এশিয়া কাপে ও এই বছরের শুরুতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের মাঠে খেলেছে আফগানিস্তান। তবে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ ছিল না সেখানে।
পিপলসনিউজ/আরইউ
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@peoplenewsbd.com