নেইমারের বিশ্বরেকর্ড নিজের করলেন লিওনেল মেসি
প্রকাশ : ১৫-১০-২০২৫ ১১:২৮

ছবি : সংগৃহীত
ক্রীড়া ডেস্ক
আর্জেন্টিনা জাতীয় দলের জার্সিতে আবারো নতুন এক ইতিহাস গড়লেন লিওনেল মেসি।
বুধবার (১৫ অক্টোবর) সকালে তিনি আন্তর্জাতিক ফুটবলে সর্বাধিক অ্যাসিস্টের মালিক বনে গেছেন। পুয়ের্তো রিকোর বিপক্ষে এক প্রীতি ম্যাচে মেসি তার ৫৯তম অ্যাসিস্টটি করেন।
এই ম্যাচটি অনুষ্ঠিত হয় যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার চেজ স্টেডিয়ামে, যা ইন্টার মায়ামির হয়ে মেসির ঘরের মাঠ হিসেবেও পরিচিত। প্রথমার্ধে অসাধারণ এক পাসে গনজালো মন্তিয়েলকে গোল করতে সহায়তা করেন মেসি। তার এই পাসেই তৈরি হয় নতুন ইতিহাস।
এই অর্জনের মধ্য দিয়ে মেসি পেছনে ফেলেছেন যুক্তরাষ্ট্রের সাবেক তারকা ল্যান্ডন ডোনোভান ও ব্রাজিলের নেইমারকে। দুজনেরই অ্যাসিস্ট সংখ্যা ছিল ৫৮। এখন সর্বোচ্চ ৫৯ অ্যাসিস্ট নিয়ে আন্তর্জাতিক ফুটবলে এককভাবে শীর্ষে আছেন মেসি।
মেসি অবশ্য এখানেই থামেননি। ক্যারিয়ারের ৬০তম অ্যাসিস্টের দেখাও পেয়ে গেছেন কিছুক্ষণ পরেই। লাওতারো মার্তিনেজকে দিয়ে দ্বিতীয়ার্ধে করিয়েছেন আরো এক গোল। তাতেই তার অ্যাসিস্টের সংখ্যা দাঁড়ায় ৬০-এ। গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে গোল করানোর ক্ষেত্রেও যে তিনি সমান দক্ষ, এই রেকর্ড তা আরো একবার প্রমাণ করল।
বিশ্বকাপজয়ী এই আর্জেন্টাইন তারকা ২০২৬ সালের বিশ্বকাপকে সামনে রেখেই এখনো নিজেকে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছেন। কাতার বিশ্বকাপের শিরোপার পর এবার তিনি আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষভাগটা আরো সাফল্যে ভরিয়ে তুলতে চান।
পরিসংখ্যান বলছে, মেসি এখন পর্যন্ত ক্যারিয়ারে ১,১২৯ ম্যাচে ৩৯৭টি অ্যাসিস্ট করেছেন। তবে অবসরের আগে কোথায় গিয়ে থামবেন তিনি, সেটিই এখন দেখার বিষয়।
পিপলসনিউজ/আরইউ
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@peoplenewsbd.com