weather ২৭.৯৯ o সে. আদ্রতা ৮৩% , মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫, ২১ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

গোরখোদক মনু মিয়ার ঘোড়াটি মেরে ফেলেছে দুর্বৃত্তরা

প্রকাশ : ১৮-০৫-২০২৫ ১২:০৫

ছবি : সংগৃহীত

কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জের ইটনা উপজেলার আলগাপাড়া গ্রামের বাসিন্দা মনু মিয়া। জীবনের প্রায় পাঁচ দশক কাটিয়েছেন মানুষের শেষ গন্তব্য কবর খুঁড়ে। কোনো পারিশ্রমিক বা উপহার ছাড়া নিঃস্বার্থভাবে খনন করেছেন তিন হাজার ৫৭টি কবর। মৃত্যুর খবর পেলেই হাতে তুলে নিতেন কোদাল, কুন্তি, দা, ছেনা, করাতসহ প্রয়োজনীয় যন্ত্রপাতি— ছুটে যেতেন কবরস্থানে।

৬৭ বছর বয়সী এই মানুষটি এখন নিজেই জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। দীর্ঘদিন কবর খুঁড়ে শরীর ভেঙে পড়া মনু মিয়া বর্তমানে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। তার পাশে রয়েছেন স্ত্রী রহিমা বেগম। হাসপাতালের বিছানায় শুয়ে আছেন প্রায় অচেতন অবস্থায়। এমন সময়েই ঘটে এক হৃদয়বিদারক ঘটনা— বর্বরভাবে হত্যা করা হয় তার প্রিয় একমাত্র সঙ্গী, ঘোড়াটি।

দূর-দূরান্তের কবর খুঁড়তে দ্রুত পৌঁছাতে মনু মিয়া নিজের ধানিজমি বিক্রি করে কয়েক বছর আগে একটি ঘোড়া কিনেছিলেন। সেই ঘোড়াই ছিল তার নির্ভরতার বাহন, জীবনের অবিচ্ছেদ্য অংশ। কিন্তু মনু মিয়া ও তার স্ত্রী হাসপাতলে থাকার সুযোগে অভিভাবকহীন হয়ে পড়ে প্রাণীটি।

গত শুক্রবার (১৬ মে) সকালে কিশোরগঞ্জের পার্শ্ববর্তী মিঠামইন উপজেলার হাশিমপুর ছত্রিশ গ্রামের একটি মাদ্রাসার পাশের পানির জমিতে ঘোড়াটির নিথর দেহ দেখতে পান স্থানীয়রা। ঘোড়াটির বুকে ছিল ধারালো অস্ত্রের আঘাত। খবরটি দ্রুত ছড়িয়ে পড়ে এলাকায়।

ঘটনাস্থলে ছুটে যান মনু মিয়ার গ্রামের তিন তরুণ। তাদের একজন এসএম রিজন জানান, হাশিমপুর ছত্রিশ গ্রামে গিয়ে তারা স্থানীয়দের কাছ থেকে জানতে পারেন, ওই এলাকার শাওন নামের এক ব্যক্তির স্ত্রী ঘোড়াকে নাকি মনু মিয়ার ঘোড়া আঘাত করেছিল। এই ‘অপরাধে’ প্রতিশোধ হিসেবে শাওনের লোকজন ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে মনু মিয়ার ঘোড়াটিকে হত্যা করে। অভিযুক্ত শাওনের বাবার নাম আজমান এবং চাচা হাসান মাস্টার বলে জানা গেছে।

মনু মিয়ার স্ত্রী রহিমা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, উনার অবস্থা ভালো না। আল্লাহ পাকই ভরসা। উনি সারা জীবন মানুষের জন্য কাজ করেছেন, কারো ক্ষতি করেননি। আজ যখন উনি নিজেই মৃত্যুর সঙ্গে লড়ছেন, তখন কী করে মানুষ তার ঘোড়াটিকে এভাবে মেরে ফেলল! এই খবরটা আমরা উনাকে দিতে পারছি না, কারণ উনি মেনে নিতে পারবেন না।

কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মুকিত সরকার জানান, তিনি বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

চিকিৎসায় নোবেল পেলেন ৩ বিজ্ঞানী চিকিৎসায় নোবেল পেলেন ৩ বিজ্ঞানী গ্রেটা  থুনবার্গসহ ১৬৫ জন অভিযাত্রীকে গ্রিসে পাঠাচ্ছে ইসরায়েল গ্রেটা থুনবার্গসহ ১৬৫ জন অভিযাত্রীকে গ্রিসে পাঠাচ্ছে ইসরায়েল দায়িত্বে থাকা সরকারি চাকরিজীবীদের ভোটের ব্যবস্থা করা হচ্ছে: সিইসি দায়িত্বে থাকা সরকারি চাকরিজীবীদের ভোটের ব্যবস্থা করা হচ্ছে: সিইসি গাজা যুদ্ধ অবসানের প্রচেষ্টায় সম্পৃক্ত সবাইকে দ্রুত এগোতে বললেন ডোনাল্ড ট্রাম্প গাজা যুদ্ধ অবসানের প্রচেষ্টায় সম্পৃক্ত সবাইকে দ্রুত এগোতে বললেন ডোনাল্ড ট্রাম্প ভারতের জয়পুরে হাসপাতালে আগুন, ৮ রোগীর মৃত্যু ভারতের জয়পুরে হাসপাতালে আগুন, ৮ রোগীর মৃত্যু