ছুটির দিনে নয় জেলার সড়কে ১৫ প্রাণহানি
প্রকাশ : ২৫-১০-২০২৫ ০০:০৬
ছবি : সংগৃহীত
পিপলসনিউজ ডেস্ক
দেশের নয় জেলায় শুক্রবার (২৪ অক্টোবর) ছুটির দিনে সড়ক দুর্ঘটনায় ১৫ জন নিহত হয়েছেন। এর মাঝে- নরসিংদীতে বাসের ধাক্কায় তিন বন্ধুর করুণ মৃত্যু, সুনামগঞ্জে পর্যটকবাহী বাস খাদে পড়ে মা-মেয়ের প্রাণহানি, ফরিদপুরে এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনার পর উদ্ধারকাজে থাকা যাত্রীদের ট্রাকচাপায় দুইজনের মৃত্যু হয়েছে।
এ ছাড়া যশোরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই কিশোর, ময়মনসিংহে সিএনজি-পিকআপ সংঘর্ষে স্বামী-স্ত্রী, বাগেরহাটে মোটরসাইকেল আরোহী ঠিকাদার, চট্টগ্রামে কাভার্ড ভ্যানচাপায় শিশু এবং লালমনিরহাটে আরো একজনের মৃত্যু হয়েছে।
নরসিংদীতে বাসের ধাক্কায় নিহত তিন বন্ধু, পাশাপাশি দাফন: নরসিংদী সদর উপজেলার মাধবদীতে বাসের ধাক্কায় নিহত হয়েছেন তিন যুবক। তারা পরস্পর শৈশবের বন্ধু। সকালে তাদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ। বাদ জুমা একসঙ্গে তিনজনের জানাজা শেষে পাশাপাশি কবরে তাদের দাফন করা হয়।
বৃহস্পতিবার রাত ১২টার পর মাধবদী থানার নুরালাপুর ইউনিয়নের ঢাকা-সিলেট মহাসড়কের রাইনাদী এলাকায় বাসের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশায় থাকা ওই তিন বন্ধু নিহত হন। নিহত তিনজন হলেন রাইনাদী গ্রামের সিয়াম মিয়া (২৭), সাব্বির হোসেন (২৮) ও ফাহিম মিয়া (৩০)। মাধবদীর একটি ইলেকট্রিকের দোকানে কাজ করতেন সিয়াম। একটি অটোরিকশার গ্যারেজে কাজ করতেন ফাহিম এবং সাব্বির ছিলেন অটোরিকশাচালক।
হাইওয়ে পুলিশ ও স্বজনদের তথ্য অনুযায়ী, রাতে তিন বন্ধু মাধবদী থেকে অটোরিকশায় রাইনাদী যাচ্ছিলেন। অটোরিকশাটি মহাসড়ক থেকে গলিতে ঢোকার সময় পেছন থেকে সিলেটগামী একটি বাস ধাক্কা দেয়। ঘটনাস্থলেই সিয়াম মারা যান, আর হাসপাতালে নেওয়ার পথে সাব্বির ও ফাহিমের মৃত্যু হয়।
বাদ জুমা রাইনাদী বিদ্যালয়ের মাঠে একসঙ্গে তাদের জানাজা অনুষ্ঠিত হয়। পরে রাইনাদী উত্তরপাড়ার একটি পারিবারিক কবরস্থানে পাশাপাশি তিনজনকে দাফন করা হয়।
টাঙ্গুয়ার হাওরে যাওয়ার পথে পর্যটকবাহী বাস খাদে, মা-মেয়ে নিহত: ঢাকা থেকে কয়েকটি পরিবার একসঙ্গে বেড়াতে যাচ্ছিল টাঙ্গুয়ার হাওরে। পথে তাদের বহনকারী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মা ও মেয়ের মৃত্যু হয়। আহত হয়েছেন আরও ১০ জন। ভোর সাড়ে পাঁচটার দিকে সুনামগঞ্জ-সিলেট সড়কের শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজারসংলগ্ন ইনাতনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন ঢাকার বাসিন্দা আবদুল্লাহ আল মামুনের স্ত্রী মনজুরা আক্তার (৩৭) ও তাদের মেয়ে আয়েশা সিদ্দিকা (১০)। আবদুল্লাহ আল মামুনের গ্রামে বাড়ি চাঁদপুর জেলায়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) ১১ জন কর্মকর্তা পরিবার-পরিজন নিয়ে টাঙ্গুয়ার হাওর ভ্রমণে ঢাকা থেকে সুনামগঞ্জে আসছিলেন। তারা সেঁজুতি ট্রাভেলসের একটি বাসে ছিলেন। পথে শান্তিগঞ্জ উপজেলার ইনাতনগর এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। খাদে উল্টে পড়া বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান মনজুরা আক্তার ও আয়েশা সিদ্দিকা।
এ ঘটনায় বাসে থাকা আরও ১০ যাত্রী আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। সেখানে তারা প্রাথমিক চিকিৎসা নেন। খবর পেয়ে শান্তিগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে নিহত ব্যক্তিদের লাশ উদ্ধার করে। একই সময়ে শান্তিগঞ্জ থানা-পুলিশ ও জয়কলস হাইওয়ে থানার সদস্যরাও উদ্ধারকাজে অংশ নেন।
এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনার পর সড়কে দাঁড়িয়ে ছিলেন যাত্রীরা, পরে ট্রাকচাপায় দুজন নিহত: ফরিদপুরের ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে ট্রাকচাপায় দুজন নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের তারাইল এলাকায় ভাঙ্গামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও চারজন।
নিহত ব্যক্তিরা হলেন মাগুরার শালিখা উপজেলার ঘোষগাতি গ্রামের বাসিন্দা মতিয়ার রহমানের ছেলে মিনহাজুর রহমান (২৪) ও পাবনার বেড়া উপজেলার বনগ্রামের জুয়েল রানার স্ত্রী ফারজানা ইয়াসমিন (৩০)।
আহত ব্যক্তিদের মধ্যে দুই বছরের শিশু জান্নাতুল ফেরদৌসের নাম জানা গেছে। তাকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল ইসলাম বলেন, দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক উদ্ধার করা হয়েছে। অন্ধকার ও অতিরিক্ত গতির কারণে দুর্ঘটনা ঘটতে পারে।
যশোরে মোটরসাইকেল আরোহী দুই কিশোর নিহত: যশোরের চৌগাছা উপজেলার জাহাঙ্গীরপুর এলাকায় বালুবাহী ট্রলির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুই কিশোর নিহত হয়েছে। বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো উপজেলার বাশাপোল কালিয়াকুন্ডু গ্রামের ইনতাজ হোসেনের ছেলে ইমন হোসাইন (১৫) এবং তরিকুল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম (১৫)।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, সকালে ইমন ও আশরাফুল মোটরসাইকেলযোগে চৌগাছা বাজারে যাচ্ছিলো। পথিমধ্যে জাহাঙ্গীরপুর গ্রামের ভাদ্রা মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই কিশোরের মৃত্যু হয়।
ময়মনসিংহে অসুস্থ মাকে দেখতে এসে স্ত্রীসহ ছেলে নিহত: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অসুস্থ মাকে দেখতে আসার পথে সিএনজি-পিকআপ সংঘর্ষে এবাদুল হক (৫০) নামে একজন ও তার স্ত্রী সাজেদা খাতুন (৪৮) নিহত হয়েছেন। এ ঘটনায় তাদের মেয়ে ও চালক আহত হয়েছেন। দুর্ঘটনা ঘটে দুপুর ২টার দিকে উচাখিলা-মধুপুর সড়কের হরিপুর এলাকায়।
নিহত এবাদুল হক উপজেলার উচাখিলা ইউনিয়নের চর আলগী গ্রামের ওয়াহেদ আলী মন্ডলের ছেলে। তিনি চাকরির কারণে সপরিবারে ভালুকা উপজেলার হবিরবাড়ি এলাকায় বসবাস করতেন এবং কটন মিলে কর্মরত ছিলেন।
যাত্রাবাড়ীতে দক্ষিণ সিটির ময়লার গাড়ির ধাক্কায় যুবক নিহত: রাজধানীর যাত্রাবাড়ীতে গত বৃহস্পতিবার রাতে রাস্তা পার হওয়ার সময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় ইকবাল হোসেন (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। পুলিশ বলেছে, ময়লার গাড়িটি চালকের সহকারী চালাচ্ছিলেন। তাকে আটক করা হয়েছে।
ইকবালের বাড়ি বরিশালের বানারীপাড়ার পশ্চিম চোখরায়। তার বাবার নাম আবুল হাশেম। ইকবাল সপরিবার যাত্রাবাড়ীর ধলপুরে থাকতেন। তার একটি পুত্রসন্তান রয়েছে।
বাগেরহাটে মোটরসাইকেল আরোহী নিহত: খুলনা-বাগেরহাট মহাসড়কের দশানী এলাকায় বাসচাপায় নিহত হন মোটরসাইকেল আরোহী ঠিকাদার শামীম তালুকদার (৩০)। নিহত শামীম শরণখোলার কদমতলা গ্রামের বাসিন্দা। সকালে দশানী পাসপোর্ট অফিসের সামনে এই দুর্ঘটনা ঘটে।
বাগেরহাট সদর থানার ওসি মাহামুদ-উল-হাসান বলেন, বাসটি জব্দ করা হয়েছে, তবে চালক ও সহকারী পালিয়ে গেছে।
চট্টগ্রামে কাভার্ড ভ্যানের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু: চট্টগ্রামের বাঁশখালীতে কাভার্ড ভ্যানের চাকায় পিষ্ট হয়ে পাঁচ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সকাল সাড়ে সাতটার দিকে বাঁশখালীর প্রধান সড়কের পুঁইছড়ি ফুটখালী ব্রিজের উত্তর পাশে নতুন পাড়া-সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম মোহাম্মদ ফাহিম। সে পুঁইছড়ি ইউনিয়নের পূর্ব পুঁইছড়ির ৪ নম্বর ওয়ার্ড ফরেস্ট টিলা এলাকার মো. আবদুর রহিমের ছেলে। দুর্ঘটনার পর কাভার্ড ভ্যানটি জব্দ করেছে পুলিশ। এ ছাড়া লালমনিরহাট আরো একজন নিহত হয়েছেন।
পিপলসনিউজ/আরইউ
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@peoplenewsbd.com