weather ২৯.৯৯ o সে. আদ্রতা ৭৪% , রবিবার, ২৫ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

পিএসএল খেলতে পাকিস্তানে সাকিব

প্রকাশ : ১৭-০৫-২০২৫ ১৩:৪৩

ছবি : সংগৃহীত

ক্রীড়া ডেস্ক
ছয় মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন সাকিব আল হাসান। পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে ইতোমধ্যে পাকিস্তানে পৌঁছেছেন তিনি। লাহোর কালান্দার্সের হয়ে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন বাংলাদেশি অলরাউন্ডার। শনিবার (১৭ মে) ইসলামাবাদে পৌঁছানোর পর বিষয়টি সামাজিক মাধ্যমে নিশ্চিত করেছে লাহোর কালান্দার্স কর্তৃপক্ষ।

দীর্ঘদিন জাতীয় দল ও ঘরোয়া ক্রিকেটে অনুপস্থিত ছিলেন সাকিব। রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় হওয়া এবং বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠায় মাঠের বাইরে থাকতে হয় তাকে। বোলিং নিষেধাজ্ঞার কারণে আসন্ন চ্যাম্পিয়নস ট্রফির স্কোয়াডেও রাখা হয়নি এই অভিজ্ঞ ক্রিকেটারকে।

তবে সব জটিলতা কাটিয়ে অবশেষে মাঠে ফিরছেন সাকিব। সম্প্রতি বোলিং অ্যাকশনের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর তিনি খেলার ছাড়পত্র পেয়েছেন। এরপরই লাহোর কালান্দার্স তাকে দলে ভেড়ায়। এনওসি (অনাপত্তিপত্র) পাওয়ার পর পিএসএলের বাকি অংশে অংশ নিতে পাকিস্তান পাড়ি জমান তিনি।

পিএসএলের শুরুতে লাহোর দলে ছিলেন না সাকিব। কিন্তু ভারত-পাকিস্তান সীমান্ত উত্তেজনার কারণে টুর্নামেন্টে বিরতি আসে, আর সে সময় অনেক বিদেশি ক্রিকেটার নিজ দেশে ফিরে যান। নিউজিল্যান্ডের ড্যারেল মিচেলও ফিরে গেছেন, তার পরিবর্তনেই জায়গা পেয়েছেন সাকিব।

শনিবার থেকে আবারো শুরু হচ্ছে টুর্নামেন্ট। লাহোর কালান্দার্সের সামনে আছে একটি গুরুত্বপূর্ণ ম্যাচ, যা অনুষ্ঠিত হবে রবিবার (১৮ মে), প্রতিপক্ষ পেশোয়ার জালমি। এই ম্যাচে জয় পেলে প্লে-অফে পৌঁছাবে সাকিবের দল, হারলে বিদায় নিতে হবে আসর থেকে।

উল্লেখ্য, পিএসএলে শুরু থেকেই লাহোরের হয়ে খেলছেন বাংলাদেশের আরেক তরুণ তারকা রিশাদ হোসেন, যিনি ইতোমধ্যেই নজর কেড়েছেন দুর্দান্ত পারফরম্যান্সে। এবার তার সঙ্গী হিসেবে যোগ দিচ্ছেন অভিজ্ঞ সাকিব আল হাসান।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

শেখ হাসিনাকে ট্রাইব্যুনালে হাজির হতে দুটি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ শেখ হাসিনাকে ট্রাইব্যুনালে হাজির হতে দুটি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ পাকিস্তানে ভারী বৃষ্টি ও ঝড়ে ১৯ প্রাণহানি পাকিস্তানে ভারী বৃষ্টি ও ঝড়ে ১৯ প্রাণহানি সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের আজও বিক্ষোভ সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের আজও বিক্ষোভ ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিএসএফের গুলিতে ২ যুবক আহত ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিএসএফের গুলিতে ২ যুবক আহত ফারুকীর সংবাদ সম্মেলন স্থগিতের ব্যাখ্যায় যা বললো বাংলা একাডেমি ফারুকীর সংবাদ সম্মেলন স্থগিতের ব্যাখ্যায় যা বললো বাংলা একাডেমি