weather ২৬.৯৯ o সে. আদ্রতা ৮৩% , বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

বাটার প্রথম বাংলাদেশি এমডি ফারিয়া ইয়াসমিন

প্রকাশ : ১৪-১০-২০২৫ ১১:৩৯

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
বহুজাতিক কোম্পানি— বাটা সু বাংলাদেশে প্রথমবারের মতো বাংলাদেশি ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন ফারিয়া ইয়াসমিন। এ ছাড়া বাংলাদেশে কোম্পানিটির ৬৩ বছরের ইতিহাসে এই প্রথম শীর্ষ নির্বাহী পদে কোনো নারী নিয়োগ পেলেন।

আগামী ২০ নভেম্বর তিনি দায়িত্ব গ্রহণ করবেন বলে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে সোমবার (১৩ অক্টোবর) ঘোষণা দিয়েছে কোম্পানিটি। অন্যদিকে বাটা সু বাংলাদেশের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেবব্রত মুখার্জির স্থলাভিষিক্ত হবেন ফারিয়া ইয়াসমিন।

দেবব্রত মুখার্জি আগামী ২০ নভেম্বর বাটার দায়িত্ব ছেড়ে ভারতের একটি বহুজাতিক কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগ দিচ্ছেন বলে জানানো হয়। বাংলাদেশ ও শ্রীলঙ্কায় ব্র্যান্ড মার্কেটিং, পোর্টফোলিও ম্যানেজমেন্ট এবং ব্যবসা পরিচালনায় ২৩ বছরের অভিজ্ঞতা রয়েছে ফারিয়া ইয়াসমিনের।

বাটায় যোগদানের আগে তিনি এসিআই পিএলসির চিফ বিজনেস অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি রেকিট বেস্তিজার, ম্যারিকো ও নেসলের সিনিয়র পদেও কাজ করেছেন।

বাটা শু বাংলাদেশের তথ্য অনুযায়ী, ১৯৬২ সালে এটি বাংলাদেশে তাদের কার্যক্রম শুরু করে। ১৯৮৫ সালে এটি শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। কোম্পানিটির ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, বর্তমানে টঙ্গী ও ধামরাইয়ে বাটা শুর দুটি কারখানা রয়েছে। কারখানা দুটির প্রতিদিন এক লাখ ৬০ হাজার জোড়া জুতা তৈরির সক্ষমতা রয়েছে। কোম্পানিটির বার্ষিক জুতা বিক্রির পরিমাণ প্রায় তিন কোটি জোড়া।

শেয়ারবাজারে তালিকাভুক্ত বহুজাতিক এ কোম্পানিটির আর্থিক প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) ৫১৭ কোটি টাকার ব্যবসা করেছে। এ সময়ে কোম্পানিটি মুনাফা করেছে ২৭ কোটি টাকার বেশি। গত বছর শেষে কোম্পানিটির শেয়ারের ৭০ শতাংশের মালিকানা ছিল বিদেশি উদ্যোক্তাদের হাতে। ১৯ দশমিক ৪৭ শতাংশ শেয়ার ছিল প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর হাতে। নয় দশমিক ২৩ শতাংশ শেয়ার ছিল ব্যক্তিশ্রেণির সাধারণ বিনিয়োগকারী ও এক দশমিক ৩০ শতাংশ শেয়ার বিদেশি বিনিয়োগকারীর হাতে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার কোম্পানিটির শেয়ারের বাজারমূল্য ছিল ৮৭৩ টাকা।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন সানায়ে তাকাইচি জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন সানায়ে তাকাইচি জোবায়েদকে হত্যার পরিকল্পনা করেন বর্ষা-মাহীর, জানালো পুলিশ জোবায়েদকে হত্যার পরিকল্পনা করেন বর্ষা-মাহীর, জানালো পুলিশ ময়মনসিংহে দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, চালক ও সহকারী নিহত ময়মনসিংহে দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, চালক ও সহকারী নিহত তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে আপিল শুনানি শুরু তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে আপিল শুনানি শুরু ইসরায়েলি আটককেন্দ্র থেকে ফেরত ১৩৫ ফিলিস্তিনির বিকৃত মরদেহ ইসরায়েলি আটককেন্দ্র থেকে ফেরত ১৩৫ ফিলিস্তিনির বিকৃত মরদেহ