স্বর্ণ রেকর্ড দামে, ভরি ২ লাখ ১৩ হাজার ৭১৯ টাকা
প্রকাশ : ১৪-১০-২০২৫ ১১:৩১

ছবি : সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশের বাজারে আবারো রেকর্ড গড়েছে স্বর্ণের দাম। টানা কয়েক দফা বৃদ্ধির পর এবার দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে স্বর্ণ।
মঙ্গলবার (১৪ অক্টোবর) থেকে নতুন দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং-এর সোমবার (১৩ অক্টোবর) অনুষ্ঠিত বৈঠকে এই দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন দাম কার্যকর হওয়ার মধ্য দিয়ে পূর্বের সব রেকর্ড ভেঙে স্বর্ণের বাজার নতুন উচ্চতায় পৌঁছেছে।
বাজুসের ঘোষণা অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম বেড়েছে চার হাজার ৬১৮ টাকা। এর ফলে এক ভরি স্বর্ণের নতুন দাম দাঁড়িয়েছে দুই লাখ ১৩ হাজার ৭১৯ টাকা। এর আগে, গত ৯ অক্টোবর সর্বশেষ দাম বাড়ানো হয়েছিল, তখন ২২ ক্যারেট স্বর্ণের দাম ছিল দুই লাখ নয় হাজার ১০১ টাকা।
স্বর্ণের অন্যান্য ক্যারেটেও একইভাবে দাম বেড়েছে। নতুন তালিকা অনুযায়ী- ২১ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি বেড়েছে চার হাজার ৪০৯ টাকা, নতুন দাম দুই লাখ চার হাজার তিন টাকা।
১৮ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি বেড়েছে তিন হাজার ৬৭৬ টাকা, নতুন দাম এক লাখ ৭৪ হাজার ৮৫৫ টাকা। সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরি বেড়েছে তিন হাজার ২১৯ টাকা, নতুন দাম এক লাখ ৪৫ হাজার ৫২০ টাকা।
বাজুস জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এ দাম সারা দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে কার্যকর থাকবে। স্বর্ণ ও রৌপ্যের বিক্রয় মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ছয় শতাংশ মজুরি যোগ করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির পার্থক্য থাকতে পারে।
বিশ্ববাজারে স্বর্ণের দরও ঊর্ধ্বমুখী। মার্কিন-চীন বাণিজ্য সংকটের মধ্যে রেকর্ড পরিমাণ বৃদ্ধি পেয়েছে মূল্যবান ধাতব বস্তুটির দাম। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ১৩ অক্টোবর দুপুর ১টা নাগাদ স্পট গোল্ডের দাম প্রতি আউন্সে ৪৬৭ দশমিক ৭৯ ডলার পৌঁছেছে; যা চলতি সেশনের সর্বোচ্চ ৪৭৮ দশমিক পাঁচ ডলারের কাছাকাছি। ফিউচার মার্কেটেও স্বর্ণের দাম দুই দশমিক তিন শতাংশ বেড়েছে।
একই কারণে রূপার দামও সর্বকালের সর্বোচ্চতে পৌঁছেছে। স্পট সিলভার প্রতি আউন্সে ৫১ দশমিক ৬০ ডলারে রেকর্ড করেছে। দেশীয় বাজারেও এর প্রভাব পড়েছে।
পিপলসনিউজ/আরইউ
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@peoplenewsbd.com