weather ২২.৯৯ o সে. আদ্রতা ৬০% , বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

বিরল উল্কাপিণ্ডের রহস্যের সন্ধান করতে মরিয়া বিজ্ঞানীরা

প্রকাশ : ২৩-০৩-২০২৫ ১১:৫৭

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক
সূর্যকে ঘিরে থাকা চাঁদ আর বিভিন্ন গ্রহ প্রায় ৪৬০ কোটি বছর আগে একটি প্রোটো-প্ল্যানেটারি ডিস্ক থেকে বিভিন্ন রূপান্তরের মাধ্যমে গঠিত হয়েছে। সেই সময়কার কোনো মহাজাগতিক বস্তু বর্তমানে আর টিকে নেই। কিন্তু একটি উল্কাপিণ্ড সেই সময়কার কথা বিজ্ঞানীদের মনে করিয়ে দিয়েছে। বিজ্ঞানীদের ধারণা, এনডব্লিউএ ১৫৯১৫ নামের উল্কাপিণ্ডটি সম্ভবত বুধ গ্রহের মতো অন্য কোনো গ্রহ থেকে এসেছে। এই বিরল উল্কাপিণ্ডটি সৌরজগতের প্রাথমিক সময়কার বিশৃঙ্খল অবস্থা সম্পর্কে জানার সুযোগ তৈরি করে দিয়েছে।

বিরল উল্কাপিণ্ডটির পুরো নাম নর্থওয়েস্ট আফ্রিকা ১৫৯১৫। ২০২৩ সালে আলজেরিয়ায় আবিষ্কৃত উল্কাপিণ্ডটির বিভিন্ন উপাদান বিশ্লেষণ করে বিজ্ঞানীরা জানিয়েছেন, দুই দশমিক ৮৪ কিলোগ্রাম ওজনের এই শিলা সম্ভবত অন্য কোনো গ্রহের অংশ ছিল। উল্কাপিণ্ডটি পাথুরে অ্যাকনড্রাইট দিয়ে তৈরি; যা অন্য কোনো উল্কাপিণ্ড বা গ্রহের মধ্যে দেখা যায়নি।

সাধারণত বেশির ভাগ উল্কাপিণ্ডের উৎপত্তি সম্পর্কেই তথ্য জানা যায়। কিন্তু এই উল্কাপিণ্ডের উৎপত্তি কীভাবে হয়েছে, তা নিয়ে বিভ্রান্তিতে রয়েছেন বিজ্ঞানীরা। উল্কাপিণ্ডটি বিশ্লেষণ করে বিজ্ঞানীরা জানিয়েছেন, প্রাথমিক বিশ্লেষণে উল্কাপিণ্ডটির চুম্বকীয় বৈশিষ্ট্য থেকে আয়রন, ডাউব্রেলাইট ও ট্রয়েলাইট ধাতুর সন্ধান পাওয়া গেছে। এই উল্কাপিণ্ডে চুম্বকীয় ধাতুসমৃদ্ধ বিভিন্ন খনিজের একটি অদ্ভুত মিশ্রণ রয়েছে।

বিজ্ঞানীদের তথ্যমতে, উল্কাপিণ্ডটি অতীতে কোনো গ্রহ থেকে তৈরি হয়েছে, যার বর্তমানে কোনো অস্তিত্ব নেই। কিছু মডেল অনুসারে, প্রাথমিক সৌরজগতে ৫০ থেকে ১০০টির মতো প্রোটোপ্ল্যানেট ছিল। এ ছাড়া বিভিন্ন গ্রহ শতকোটি বছর আগে ধ্বংস হয়ে গেছে। গ্রহগুলোর ধ্বংসাবশেষের কিছু অংশ উল্কাপিণ্ড হিসেবে মহাকাশে এখনো ছুটে চলছে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

নারী এনজিও কর্মীর সঙ্গে ধস্তাধস্তি, অস্ত্র ফেলে পালালো ৩ ছিনতাইকারী নারী এনজিও কর্মীর সঙ্গে ধস্তাধস্তি, অস্ত্র ফেলে পালালো ৩ ছিনতাইকারী পুলিশের হেফাজতে ইমরান খানের ৩ বোন পুলিশের হেফাজতে ইমরান খানের ৩ বোন ছাত্রলীগ আখ্যা দিয়ে রাবিতে শিক্ষার্থীদের ওপর হামলা, আহত ৩ ছাত্রলীগ আখ্যা দিয়ে রাবিতে শিক্ষার্থীদের ওপর হামলা, আহত ৩ মামদানির সঙ্গে শুক্রবার ওভালে বসবেন ট্রাম্প মামদানির সঙ্গে শুক্রবার ওভালে বসবেন ট্রাম্প শততম টেস্টে সেঞ্চুরির কীর্তি গড়লেন মুশফিকুর রহিম শততম টেস্টে সেঞ্চুরির কীর্তি গড়লেন মুশফিকুর রহিম