weather ২৯.৯৯ o সে. আদ্রতা ৭০% , রবিবার, ২৫ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

বেনফিকা ছাড়ছেন ডি মারিয়া

প্রকাশ : ১৮-০৫-২০২৫ ১২:০৮

ছবি : সংগৃহীত

ক্রীড়া ডেস্ক
দ্বিতীয় মেয়াদে দুই বছরের যাত্রা শেষে পর্তুগিজ ক্লাব বেনফিকা ছাড়ছেন আর্জেন্টাইন উইঙ্গার আনহেল ডি মারিয়া। সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন বার্তায় নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন ৩৭ বছর বয়সী এই তারকা ফুটবলার।

শনিবার (১৭ মে) লিগের শেষ ম্যাচে ব্রাগার বিপক্ষে বেনফিকার হয়ে মাঠে নেমেছিলেন ডি মারিয়া। তবে বিদায়ী ম্যাচটি স্মরণীয় করে রাখতে পারেননি তিনি। ১-১ গোলে ড্র হওয়া এই ম্যাচে শিরোপার আশাও ফুরিয়ে যায়। মৌসুম শেষে ২ পয়েন্ট ব্যবধানে স্পোর্টিং সিপির পেছনে থেকে দ্বিতীয় হয়েই লিগ শেষ করতে হয় বেনফিকাকে।

ম্যাচ শেষে হতাশ কণ্ঠে ডি মারিয়া বলেন, এটি সেই ফল নয়, যা আমরা চেয়েছিলাম। শিরোপার জন্য আমরা কঠোর পরিশ্রম করেছি। দীর্ঘ একটি মৌসুম শেষে এমন পরিণতি সত্যিই কষ্টদায়ক।

এরপর ক্লাব ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে বলেন, এই জার্সিতে এটি ছিল আমার শেষ লিগ ম্যাচ। আবারো বেনফিকার হয়ে মাঠে নামতে পেরে আমি গর্বিত।

ডি মারিয়ার বেনফিকা যাত্রা শুরু হয়েছিল ২০০৭ সালে। তিন মৌসুম পর তিনি পাড়ি জমান রিয়াল মাদ্রিদে। এরপর খেলেছেন ম্যানচেস্টার ইউনাইটেড, পিএসজি এবং জুভেন্টাসে। সবশেষ ২০২৩ সালে ফিরেছিলেন পুরোনো ক্লাব বেনফিকায়।

তবে এখনই ক্লাবটির হয়ে শেষ ম্যাচটি খেলে ফেলেননি তিনি। আগামী ২৫ মে পর্তুগাল কাপের ফাইনালে মুখোমুখি হবে বেনফিকা ও স্পোর্টিং সিপি। সেই ম্যাচে শেষবারের মতো বেনফিকার হয়ে মাঠে নামবেন তিনি। এরপর জুন-জুলাইয়ে অনুষ্ঠেয় ফিফা ক্লাব বিশ্বকাপেও অংশ নেবেন আর্জেন্টাইন তারকা। এরপরই ক্লাবের সঙ্গে চুক্তি শেষ হবে তার।

ডি মারিয়ার ভবিষ্যৎ গন্তব্য নিয়ে ইতোমধ্যে শুরু হয়েছে গুঞ্জন। আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের দাবি, ডি মারিয়া ফিরতে পারেন নিজের শৈশবের ক্লাব রোজারিও সেন্ট্রালে। অন্যদিকে, ইউরোপের কিছু সংবাদমাধ্যম বলছে, মেসি, সুয়ারেজদের ক্লাব ইন্টার মায়ামি তাকে দলে টানতে আগ্রহী।

বেনফিকায় দুটি অধ্যায় মিলিয়ে ডি মারিয়ার অবদান স্মরণীয়। যদিও শেষবার তিনি দলকে শিরোপা এনে দিতে পারেননি।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

পাকিস্তানে ভারী বৃষ্টি ও ঝড়ে ১৯ প্রাণহানি পাকিস্তানে ভারী বৃষ্টি ও ঝড়ে ১৯ প্রাণহানি সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের আজও বিক্ষোভ সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের আজও বিক্ষোভ ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিএসএফের গুলিতে ২ যুবক আহত ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিএসএফের গুলিতে ২ যুবক আহত ফারুকীর সংবাদ সম্মেলন স্থগিতের ব্যাখ্যায় যা বললো বাংলা একাডেমি ফারুকীর সংবাদ সম্মেলন স্থগিতের ব্যাখ্যায় যা বললো বাংলা একাডেমি গাজায় চিকিৎসক দম্পতির নয় শিশুসন্তান নিহত গাজায় চিকিৎসক দম্পতির নয় শিশুসন্তান নিহত