ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি নেতাকে গুলি, ঢাকার এভারকেয়ারে ভর্তি
প্রকাশ : ২৫-১০-২০২৫ ১২:৫৬
ছবি : সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মফিজুর রহমান মুকুল নামে এক বিএনপি নেতাকে গুলি করেছে অজ্ঞাত সন্ত্রাসীরা। শুক্রবার (২৪ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলা সদরের পশ্চিমপাড়ায় তাকে তিনটি গুলি করা হয়।
গুরুতর আহত মুকুলকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। পরে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তার অবস্থা এখনো আশঙ্কামুক্ত নয় বলে জানা গেছে।
গুলিবিদ্ধ মফিজুর রহমান মুকুল নবীনগর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা যুবদলের সাবেক সভাপতি। তিনি সংসদ সদস্য মনোনয়ন প্রত্যাশী কাজী নাজমুল হোসেন তাপস গ্রুপের হয়ে কাজ করতেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ঘটনার কিছু সময় আগে উপজেলা সদরের ডাকবাংলো রোডের সমবায় মার্কেটের দলীয় কার্যালয় থেকে বের হয়ে মুকুল পশ্চিমপাড়ায় তার বাসায় রওনা হন। বাসার কাছাকাছি পৌঁছলে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে কাছ থেকে তিনটি গুলি করে। এসময় তার চিৎকারে আশপাশের দোকানিরা ছুটে গিয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়।
নবীনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাবিবুর রহমান বলেন, ‘বিএনপি নেতা মুকুলের পিঠের মাঝখানে একটি ও কোমড় বরাবর আরেকটি গুলি বিদ্ধ হয়েছে। এতে প্রচুর রক্তক্ষরণ হয়।’
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম বলেন, ‘ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যাই। অজ্ঞাত ব্যাক্তিরা পেছন থেকে গুলি করেছে। উনি (মুকুল) কাউকে দেখতে পাননি। তা ছাড়া তার সঙ্গে কারো শত্রুতা ছিল না। ঘটনার পর থেকে পুলিশের অভিযান শুরু হয়েছে।’
এদিকে ঘটনার পরপরই স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাককর্মীরা সন্ত্রাসীদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল বের করে। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
জেলা বিএনপির সদস্য হযরত আলী বলেন, মুকুল ভাইয়ের অবস্থা ভালো নয়। এভারকেয়ার হাসপাতালে তার সিটি স্ক্যান করার পর ডাক্তার জানিয়েছেন, তার দেহের তিনটি গুলি মূত্র থলি, কিডনি ও লাঞ্চে এফেক্ট করেছে।
এদিকে বিএনপি নেতা মুকুল গুলিবিদ্ধের ঘটনার সঙ্গে যেই জড়িত থাকুক তাদেরকে দ্রুত ধরা হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার (এসপি) এহতেশামুল হক। তিনি জানান, ইতোমধ্যে ঘটনার পরপরই ঘটনাস্থলে পুলিশের একাধিক গোয়েন্দা টিম কাজ শুরু করেছে। হামলাকারীরা কোনোভাবেই রেহাই পাবে না।
পিপলসনিউজ/আরইউ
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@peoplenewsbd.com