weather ২৮.৯৯ o সে. আদ্রতা ৭৪% , সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ১১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

শেখ হাসিনার বাণিজ্য উপদেষ্টা সিদ্দিকুরের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ

প্রকাশ : ২৫-১০-২০২৫ ২১:৪৪

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণিজ্য উপদেষ্টা ও বিজিএমইএ’র সাবেক সভাপতি সিদ্দিকুর রহামান ও তার সহযোগীদের বিরুদ্ধে জালিয়াতি এবং প্রতারণার অভিযোগ এনে প্রতিবাদ জানিয়েছেন ভুক্তভোগী ডেভেলপার ব্যবসায়ী সফিকুল ইসলাম। 

গতকাল শনিবার বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ জানান। এসময় ফ্ল্যাটের একাধিক ক্রেতা উপস্থিত ছিলেন। 

লিখিত বক্তব্যে সফিকুল ইসলাম বলেন, ২৬ নম্বর, উত্তর ধানমন্ডি কলাবাগান এলাকায় আমার নির্মিত ছয়তলা ভবনের কাজ চলমান থাকা অবস্থায় দেড়বছর আগে বন্ধ করে দেওয়া হয়। আমি সপ্তম তলার কলাম ঢালাই পর্যন্ত আনুমানিক চার কোটি ২৬ লাখ টাকা ব্যয় করি। এমনকি জমির মালিকদের ব্যবহৃত ফ্ল্যাটের বিলও আমি পরিশোধ করি। কিন্তু এখন তারা পাওনা টাকা ফেরত দিচ্ছেন না। এর পেছনে ইন্ধন দিচ্ছেন সিদ্দিকুর রহমান। তিনি সিদ্দিকসহ তার ব্যবসায় বাধাদানকারিদের শাস্তি দাবি করেন। 

সফিকুল ইসলাম বলেন, গত ১০ বছর প্রবাসে থেকে কষ্টার্জিত টাকা দিয়ে রিয়েল এস্টেট ব্যবসা শুরু করি এবং সুনামের সঙ্গে অনেক স্থাপনা তৈরি করে হস্তান্তর করেছি। বর্তমানে আমি কলাবাগানে একটি ছয়তলা ভবন নির্মাণ করেছি। চার বছর আগে জমির মালিকের অনুরোধে দ্বিতীয় তলায় দুটি ও চতুর্থ তলায় দুটি ফ্ল্যাট রেডি করে বসবাসের ব্যবস্থা করে দিয়েছি। 

তিনি জানান, ১৮ মাস আগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণিজ্য উপদেষ্ঠা সিদ্দিকুর রহমানের প্ররোচণায় হঠাৎ সাত তলার কাজ বন্ধ করে দেওয়া হয়। এই সিদ্দিকুর রহমান সাবেক বিজিএমইএ’র সভাপতি এই প্রজেক্টের মালিক রোজেন শাহরিয়ারের ভায়রা ভাই। সিদ্দিকুর রহমানের প্রভাব খাটিয়ে শ্রমিক ও মিস্ত্রীদের অকথ্য ভাষায় গালাগালি, মারধর করে এবং প্রজেক্ট থেকে বের করে দিয়ে চাঁদা দাবি করেন রোজেন শাহরিয়ার গং। এমনকি প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। 

এ বিষয়ে তিনি স্থানীয়দের কাছ থেকে কোনো সহযোগিতা পাননি বলে জানান। এ অবস্থায় তিনি রাষ্ট্রের কাছে জীবনের নিরাপত্তা দাবি করেন। পাশাপাশি অবিলম্বে স্বৈরাচার শেখ হাসিনার বাণিজ্য উপদেষ্টা সিদ্দিকুর রহমান ও তার সহযোগীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শস্তি দাবি করেন ভুক্তভোগী।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

বিয়ারিং প্যাড খুলে পড়ে ফার্মগেটে নিহত ১, মেট্রোরেল চলাচল বন্ধ বিয়ারিং প্যাড খুলে পড়ে ফার্মগেটে নিহত ১, মেট্রোরেল চলাচল বন্ধ সালমান শাহ হত্যা মামলা, কোথায় আছেন সামিরা ও ডন? সালমান শাহ হত্যা মামলা, কোথায় আছেন সামিরা ও ডন? কুয়ালালামপুর বিমানবন্দরে নাচলেন ডোনাল্ড ট্রাম্প কুয়ালালামপুর বিমানবন্দরে নাচলেন ডোনাল্ড ট্রাম্প আফগানিস্তানের সঙ্গে বড় পরিসরে যুদ্ধ শুরুর হুঁশিয়ারি পাক প্রতিরক্ষামন্ত্রীর আফগানিস্তানের সঙ্গে বড় পরিসরে যুদ্ধ শুরুর হুঁশিয়ারি পাক প্রতিরক্ষামন্ত্রীর চলন্ত ট্রেনের বগি বিচ্ছিন্ন, তবু ২ কিমি ছুটল চলন্ত ট্রেনের বগি বিচ্ছিন্ন, তবু ২ কিমি ছুটল