লিওনেল মেসির সবচেয়ে পছন্দের গোল কোনটি?
প্রকাশ : ২৩-০৫-২০২৫ ১১:৪০

ছবি : সংগৃহীত
ক্রীড়া ডেস্ক
ক্যারিয়ারে ৮৬০টিরও বেশি গোল করা লিওনেল মেসির পছন্দের একটি গোল বেছে নেওয়া যে কতটা কঠিন কাজ, তা সহজেই অনুমেয়। নান্দনিকতা, গুরুত্বপূর্ণ মুহূর্ত কিংবা আবেগ— সব মিলিয়ে মেসির গোলসংখ্যা যেমন বিশাল, তেমনি বৈচিত্র্যময়। তবে সেই বিশাল সংগ্রহ থেকে অবশেষে নিজের সবচেয়ে প্রিয় গোলটি বেছে নিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা। বেছে নেওয়া এই গোলটি ছিল এক বড় চমক।
অসাধারণ পায়ের কারিকুরির জন্য পরিচিত মেসি, হেডে গোল করার ক্ষেত্রে অতটা পরিচিত নাম নন। পরিসংখ্যানই বলে দেয়— পুরো ক্যারিয়ারে তার হেডে করা গোল মাত্র ২৮টি। সেখানে চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদোর হেডে গোল ১৫৪টি। তাই হেডে করা একটি গোলই যখন মেসির সবচেয়ে প্রিয় হয়ে ওঠে, তখন সেটি নিছকই একটি গোল নয়— বরং এক অনন্য স্মৃতি।
২০০৯ সালের চ্যাম্পিয়নস লিগ ফাইনাল। প্রতিপক্ষ ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচের ৭০তম মিনিটে জাভি হার্নান্দেজের ক্রসে উড়ন্ত হেডে বল জালে পাঠান মেসি। বার্সেলোনা এগিয়ে যায় ২-০ গোলে, এবং পরে শিরোপা ঘরে তোলে। সেটিই ছিল মেসির প্রথম চ্যাম্পিয়নস লিগ জয়, এবং ফুটবলবিশ্বে তার শাসন প্রতিষ্ঠার এক গুরুত্বপূর্ণ মুহূর্ত।
অনেকে মনে করতে পারেন, এই গোলটি ছিল সাধারণ। অথচ ২০১৫ সালের কোপা দেল রে ফাইনালে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে একাধিক ডিফেন্ডারকে কাটিয়ে গোল, কিংবা ২০১৮ সালে হেতাফের বিপক্ষে ম্যারাডোনাকে মনে করিয়ে দেওয়া গোল, অথবা ২০১১ সালে রিয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালে করা গোল— এসবের তুলনায় হয়তো কম নাটকীয়। তবুও মেসির কাছে ওই একটি হেডার ছিল সবচেয়ে বিশেষ।
মেসি ব্যাখ্যা দিয়েছেন, ‘আমার অনেক গোল আছে যেগুলো হয়তো এই গোলের চেয়ে বেশি সুন্দর বা বেশি তাৎপর্যপূর্ণ। কিন্তু চ্যাম্পিয়নস লিগ ফাইনালে ইউনাইটেডের বিপক্ষে হেডে করা ওই গোলটি আমার কাছে সব সময়ের প্রিয়।’
এই গোলকে ঘিরেই এবার তৈরি হচ্ছে এক ব্যতিক্রমী শিল্পকর্ম। ইন্টার মায়ামি ফাউন্ডেশনের উদ্যোগে ‘গোল ইন লাইফ’ নামের একটি দাতব্য প্রকল্পের অংশ হিসেবে গোলটির একটি ডিজিটাল চিত্রকর্ম তৈরি করছেন খ্যাতনামা মিডিয়া আর্টিস্ট রেফিক আনাদোল। এতে থাকছে মেসি ও আনাদোলের স্বাক্ষরও।
শিল্পকর্মটি উন্মোচিত হবে নিউইয়র্কের খ্যাতনামা নিলাম প্রতিষ্ঠান ক্রিস্টির মাধ্যমে ১১ জুন। নিলাম চলবে ১১ জুলাই পর্যন্ত, এবং এর অর্থ ব্যয় হবে দাতব্য খাতে।
এই উদ্যোগ নিয়ে মেসি বলেন, ‘আমি জানি রেফিকের কাজ কতটা অনন্য। আমরা মায়ামিতে দেখা করেছিলাম। এখন সে কীভাবে এই গোলের মুহূর্তকে এক অসাধারণ শিল্পকর্মে রূপ দেবে, তা দেখার অপেক্ষায় রোমাঞ্চিত আমি।’
পিপলসনিউজ/আরইউ
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@peoplenewsbd.com