সাংবাদিক মিজানুরকে বাসায় পৌঁছে দিয়েছে ডিবি
প্রকাশ : ১৯-১১-২০২৫ ১১:৪৭
ছবি : সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
সাংবাদিক মিজানুর রহমান সোহেলকে মঙ্গলবার (১৮ নভেম্বর) দিবাগত রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছিল। বুধবার (১৯ নভেম্বর) সকাল ১০টার পর তাকে বাসায় পৌঁছে দেওয়া হয়।
সকাল সাড়ে ১০টার দিকে মিজানুর গণমাধ্যমকে বলেন, প্রায় ১০ ঘণ্টা পর বাসায় এলাম। ডিবি আমাকে বাসায় পৌঁছে দিয়েছে। আমি সুস্থ আছি।
ডিএমপির ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম বলেন, মিজানুরকে রাতে একটি বিষয়ে কথা বলার জন্য নিয়ে আসা হয়েছিল। তারপর রাতেই তাকে তার বাসায় পৌঁছে দেওয়া হয়।
মিজানুরকে ঠিক কী কথা বলার জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছিল, সে বিষয়ে কিছু বলেননি শফিকুল ইসলাম।
মিজানুর বলেন, ন্যাশনাল ইক্যুইপমেন্ট আইডেন্টিফিকেশন রেজিস্ট্রার (এনইআইআর) কার্যকরের প্রেক্ষাপটে আগামী ১৬ ডিসেম্বর মোবাইল হ্যান্ডসেট ব্যবসায়ীদের উদ্বেগ ও করণীয় বিষয়ে মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেছে। আমি এর সঙ্গে যুক্ত। ডিবির কার্যালয়ে আমাকে নিয়ে গিয়ে কর্মকর্তারা এই সংবাদ সম্মেলনের বিষয়ে কথা বলেছেন। ডিবির কর্মকর্তাদের কথায় আমার মনে হয়েছে, ওপরের মহলের নির্দেশনায় তারা চান, এই সংবাদ সম্মেলন না হোক। এ জন্য আমাকে একধরনের মনস্তাত্ত্বিক চাপ দেওয়া হয়েছে।
দেশের অনলাইন সংবাদমাধ্যম, পত্রিকা ও টেলিভিশনের অনলাইন ও ডিজিটাল বিভাগের প্রধানদের সংগঠন ‘অনলাইন এডিটরস অ্যালায়েন্স’-এর সাধারণ সম্পাদক মিজানুর। তাকে মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে তার বাড্ডার বাসা থেকে নিয়ে যাওয়া হয়। তখন তার পরিবার অভিযোগ করেছিল, ডিবি পরিচয়ে কিছু লোক মিজানুরকে আটক করে নিয়ে গেছে।
এ বিষয়ে গণমাধ্যমে খবরও বের হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে হয় আলোচনা-সমালোচনা। মিজানুর ভোরের কাগজের অনলাইন ইনচার্জের দায়িত্বে আছেন।
পিপলসনিউজ/আরইউ
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@peoplenewsbd.com