বিমানযাত্রায় রবিশঙ্কর কন্যা আনুশকার সেতারটি ভেঙে গেছে
প্রকাশ : ০৬-১২-২০২৫ ১২:১৯
ছবি : সংগৃহীত
বিনোদন ডেস্ক
পণ্ডিত রবিশঙ্করের মেয়ে সেতারবাদক আনুশকা শঙ্করের সেতার ভেঙে গেছে। আর সেটি ভেঙেছে বিমানে ভ্রমণের সময়। ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে আনুশকা দেখিয়েছেন, তার সেতারের নিচের গোলাকার অংশে একটি বড় ফাটল ধরেছে।
এনডিটিভি লিখেছে, আনুশকা বলেছেন তিনি এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ভারতে ফিরছিলেন। ভারতে আসার পর বাড়িতে সেতার বাজাতে গিয়ে দেখেন সেটি ভাঙা। তার ভাষায়, গত ১৫ থেকে ১৭ বছরে এই প্রথমবারের মতো তার বাদ্যযন্ত্রের এমন ক্ষতি হল।
ভিডিওতে আনুশকা বলেন, প্রথমে আমি শুধু সেতারের উপরের অংশটা দেখছিলাম, তেমন কিছু বুঝিনি। টিউন করার পর যখন সেটি তুলে বাজাতে গেলাম, তখনই বিষয়টি বুঝতে পারি যে সেতারের কী অবস্থা হয়েছে। অনেক বছর পর আমি এয়ার ইন্ডিয়ায় উঠেছিলাম। এই বাদ্যযন্ত্র যে দেশের, সেই দেশের বিমান সংস্থায় করেই এই ক্ষতি হল। গত ১৫ বা ১৭ বছরে এমন কিছুই হয়নি। কীভাবে আপনারা এমন করলেন? আমার সেতারের জন্য বিশেষ কেস রয়েছে। আপনারা হ্যান্ডলিং ফি নেন, তারপরও এমন হল!
এক পোস্টে ভারতীয় বিমান সংস্থার এমন আচরণে হতাশাও প্রকাশ করেছেন তিনি। লিখেছেন, এয়ার ইন্ডিয়ায় আমার সেতারটি ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এমন ক্ষতি অবহেলা ছাড়া সম্ভব নয়।
এই ঘটনায় বিমান সংস্থাটি প্রতিক্রিয়া জানিয়ে তদন্ত করার কথা জানিয়েছে।
এয়ার ইন্ডিয়ার এক মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছেন, বিষয়টি নিয়ে তদন্ত শুরু করা হয়েছে। এর মধ্যে দিল্লি বিমানবন্দরের ক্লোজড সার্কিট ক্যামেরার ভিডিও পর্যালোচনাও রয়েছে।
বিবৃতিতে বলা হয়, সাম্প্রতিক একটি ফ্লাইটে আমাদের এক মূল্যবান অতিথির বাদ্যযন্ত্রের সঙ্গে ঘটে যাওয়া ঘটনায় আমরা উদ্বিগ্ন। এর সাংস্কৃতিক ও ব্যক্তিগত গুরুত্ব আমরা বুঝি এবং এই ঘটনায় যে মানসিক কষ্ট হয়েছে, তার জন্য আমরা গভীরভাবে দুঃখিত। এই মুহূর্তে ক্ষতির প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যায়নি। আমরা সংশ্লিষ্ট অতিথির সঙ্গে যোগাযোগ করছি এবং বিষয়টি বিস্তারিতভাবে খতিয়ে দেখা হচ্ছে। কারণ, এই ধরনের সামগ্রী পরিবহনে একাধিক সংস্থা ও কর্মী যুক্ত থাকেন।
এই ঘটনায় সোশাল মিডিয়ায় একাধিক শিল্পী প্রতিক্রিয়া জানিয়েছেন। সংগীতশিল্পী বিশাল দাদলানি ঘটনাটিকে হৃদয়বিদারক বলে মন্তব্য করেন। সংগীতশিল্পী পাপন লিখেছেন, এই সময়ে সত্যিকারের যত্ন পাওয়া খুবই বিরল হয়ে গেছে। যেন যত্ন করার অনুভূতিটাই হারিয়ে যাচ্ছে। বিষয়টি অত্যন্ত হৃদয়বিদারক।
রবিশঙ্করের তৃতীয় স্ত্রী সুকন্যা শঙ্করের সংসারে জন্ম নেওয়া মেয়া আনুশকা শঙ্কর তার বাবার হাত ধরে সেতারবাদক হিসেবে নিজেকে পরিচিত করে তুলেছেন।
আগামী বছরের জানুয়ারিতে ভারতে সংগীতসফরে করবেন এই গ্র্যামি মনোনয়নপ্রাপ্ত সুরকার ও সেতারবাদক আনুশকা। সফরে দিল্লি, মুম্বাইসহ ভারতের ছয়টি শহরে শো করবেন তিনি। যেই সফর ৩০ জানুয়ারি থেকে শুরু হয়ে শেষ হবে ৮ ফেব্রুয়ারি।
পিপলসনিউজ/আরইউ
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@peoplenewsbd.com